ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম স্বাস্থ্য খাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু ৫ দিনের রিমান্ডে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ

রাস্তায় নারী ও শিশুর ওপর সিংহের হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই, ২০২৫,  11:16 AM

news image

পাকিস্তানের লাহোর শহরের ব্যস্ত একটি সড়কে পোষা সিংহের আকস্মিক হামলায় এক নারী ও তার দুই সন্তান আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, সিংহটি একটি ব্যারিয়ারের ওপর লাফিয়ে নিজের খাঁচা থেকে বেরিয়ে আসে এবং বাজারের ব্যাগ হাতে থাকা এক নারীকে ধাওয়া করে।  সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, সিংহটি ওই নারীর পিঠে ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয়, এ সময় এক শিশু দৌঁড়ে পালাতে চেষ্টা করে। পরে সিংহটি আরও পথচারীদের দিকে তেড়ে যায়, আর আতঙ্কিত জনতা প্রাণ বাঁচাতে ছুটোছুটি করতে থাকেন। আহত নারীর স্বামীর বরাতে পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সিংহটি প্রথমে তার স্ত্রীকে আক্রমণ করে এবং পরে তাদের পাঁচ ও সাত বছর বয়সী দুই সন্তানকে লক্ষ্য করে হামলা চালায়। মা ও দুই শিশুর হাত ও মুখে আঘাত লেগেছে। তবে সৌভাগ্যবশত, তাদের আঘাত গুরুতর নয় এবং হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েই তারা ফিরে এসেছেন। ঘটনার পরপরই সিংহের মালিকসহ তিনজনকে চিহ্নিত করে পুলিশ গ্রেপ্তার করে। লাহোর মহানগর পুলিশের উপ-মহাপরিদর্শক (অপারেশনস) কার্যালয় এএফপিকে জানায়, ‘ঘটনার পর অভিযুক্তরা সিংহটি নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে।’ পুলিশ ১১ মাস বয়সী এ পুরুষ সিংহটি জব্দ করে একটি বন্যপ্রাণী উদ্যানে পাঠিয়েছে। সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণীটি সুস্থ ও সুরক্ষিত রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম