ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

রাশিয়া-ইউক্রেন ‘মধ্যস্থতা’ থেকে সরে গেল আমেরিকা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মে, ২০২৫,  10:51 AM

news image

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের ‘মধ্যস্থতা’ থেকে সরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার দাবি, অনেক চেষ্টার পরেও লাভ হয়নি! যুদ্ধ থামায়নি ইউক্রেন ও রাশিয়া। এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, এই দুই দেশের মধ্যে আর মধ্যস্থতার কাজ করবে না যুক্তরাষ্ট্র।  বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এই তথ্য জানিয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্যামি ব্রুস বলেন- আমরা সারা পৃথিবীতে বৈঠকে মধ্যস্থতা করার জন্য দৌড়ে বেড়াব না। তবে তিনি এ-ও জানিয়েছেন, এই দুই দেশ যাতে কোনও চুক্তিতে পৌঁছায়, সেজন্য আমেরিকা বদ্ধপরিকর।  ব্রুস আরও বলেন, ‘এই সংঘাত কীভাবে শেষ হবে, তা নিয়ে ভাবনাচিন্তা করতে হবে দুই দেশকেই। এটা ওই দুই দেশের ওপরই নির্ভর করছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর গলাতেও শোনা গিয়েছিল একই সুর। তারা দু’জনেই জানিয়েছিলেন- যুদ্ধ থামানোর দায়িত্ব রাশিয়া এবং ইউক্রেনের। ভান্স সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে বলেন, ‘একটা চুক্তিতে পৌঁছানো এবং এই নির্মম যুদ্ধ থামানোর দায়িত্ব দুই দেশের। এটা খুব শিগগিরই শেষ হবে না। প্রসঙ্গত, একদিন আগেই ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ এবং দুর্লভ কিছু খনিজ পাবে আমেরিকাও। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের আসার পর থেকেই তার প্রশাসন এই চুক্তি কার্যকর করতে চাইছিল। এক্ষেত্রে তাদের যুক্তি, জো বাইডেন প্রেসিডেন্ট থাকার সময় রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে বিপুল আর্থিক সাহায্য করেছে আমেরিকা। এই চুক্তিতে সই করে সেই ‘ঋণের’ কিছুটা অংশ শোধ করবে ভলোদিমির জেলেনস্কির দেশ। ইউক্রেনের আশা, এর ফলে কিয়েভের কাছে আরও কিছু অস্ত্র বিক্রি করবে আমেরিকা, যা নিয়ে অতীতে বিধিনিষেধ ছিল। তারপরই প্রশ্ন উঠছে, তবে কি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে? সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, দ্য সান, দ্য টাইমস, ইন্ডিপেন্ডেন্ট ইউকে, ইউরো নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম