ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
র‌্যাব-১৩'র অভিযানে ৬ রাউন্ড তাজা গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইইউ প্রতিনিধি দলের রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১ সরকারি চাকরিজীবীদের পেনশনে সুযোগ-সুবিধা বাড়ছে লি‌বিয়া থে‌কে আজ দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত কমপক্ষে ৫০ পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল গাজায় হাসপাতালের এলাকা লক্ষ্য করে হামলা, নিহত ১৯ আজ বিশ্ব বাঁশ দিবস চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে : তারেক রহমান

রাশিয়ায় ৫০০ বছর পর অগ্ন্যুৎপাত, ৬ কিলোমিটার উঁচু ছাইয়ের কুণ্ডলী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ আগস্ট, ২০২৫,  10:59 AM

news image

রাশিয়ার দূর-পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে অবস্থিত ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি প্রায় ৫০০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের ধারণা, এই অগ্ন্যুৎপাতের পেছনে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক শক্তিশালী ভূমিকম্পের প্রভাব থাকতে পারে। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরিটি ছাইয়ের একটি স্তম্ভ প্রায় ৬ কিলোমিটার (৩.৭ মাইল) উচ্চতা পর্যন্ত নির্গত হয়েছে। তবে এই মুহূর্তে জনবসতিপূর্ণ কোনো এলাকায় সরাসরি হুমকির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। অগ্ন্যুৎপাতের কয়েক ঘণ্টার মধ্যেই কামচাটকা উপদ্বীপে আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

এর ফলে তিনটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব ঘটনা গত সপ্তাহে সংঘটিত ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ধারাবাহিকতা হতে পারে। ওই ভূমিকম্পটি একই অঞ্চলে আঘাত হানে এবং এর প্রভাবে ফ্রেঞ্চ পলিনেশিয়া ও চিলিতেও সুনামি সতর্কতা জারি হয়। ভূমিকম্পটিকে ইতিহাসের অন্যতম শক্তিশালী হিসেবে ধরা হচ্ছে, যার কারণে মিলিয়নেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। এর আগে কুরিল দ্বীপপুঞ্জে ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের মতে, এতে সর্বোচ্চ ১৮ সেন্টিমিটার (৭ ইঞ্চি) উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে। ফলে কামচাটকার উপকূলীয় তিনটি অঞ্চলের বাসিন্দাদের এখনো উপকূল থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে। এই ভূ-প্রাকৃতিক ঘটনার ধারাবাহিকতা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সূত্র : বিবিসি নিউজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম