ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

রমজান ও ঈদ কবে হতে পারে জানাল আরব আমিরাত

#

১৭ ডিসেম্বর, ২০২৫,  4:23 PM

news image

নতুন বছর আসার সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাসিন্দারা ছুটি ও ভ্রমণের পরিকল্পনা শুরু করেছেন। দেশটির সরকারি ১২ দিনের ছুটির মধ্যে সবচেয়ে বড় অংশ পড়ছে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে। সূত্র: গালফ নিউজ

সরকারি আইন অনুযায়ী ঈদের তারিখ পরিবর্তন করা যায় না। এগুলো নির্ধারিত হয় ইসলামিক হিজরি ক্যালেন্ডারের ওপর এবং চাঁদ দেখা অনুযায়ী। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের মাধ্যমে সম্ভাব্য তারিখ অনুমান করা সম্ভব।

ঈদুল ফিতরের ছুটি চার দিন

জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল ফিতর শুক্রবার, ২০ মার্চ শুরু হতে পারে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেখা যেতে পারে। এর ভিত্তিতে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি এবং ২৯ বা ৩০ দিন চলবে।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি নীতিমালা অনুযায়ী, রমজান পূর্ণ ৩০ দিন না হলেও শেষ দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে। ফলে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত চার দিনের ছুটি হতে পারে।

ঈদুল আযহার ছুটি ছয় দিন

২০২৬ সালে ঈদুল আযহা হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ সরকারি ছুটি। এই ছুটি শুরু হবে আরাফাত দিবস (জিলহজ ৯) থেকে এবং চলবে জিলহজ ১০, ১১ ও ১২ পর্যন্ত।

ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) এর সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস হতে পারে ২৬ মে এবং ঈদুল আযহা শুরু হবে ২৭ মে।

ছুটি ২৯ মে পর্যন্ত চলবে। সপ্তাহান্তের শনিবার ও রোববার মিলিয়ে, বাসিন্দারা সর্বোচ্চ ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

অন্য সব ইসলামি ছুটির মতোই সংযুক্ত আরব আমিরাতের ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করে চাঁদ দেখার ওপর। কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের কাছাকাছি এসে চূড়ান্ত ছুটির তারিখ নিশ্চিত করে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম