ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা, সতর্কতা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  10:55 AM

news image

সরকারের দুর্নীতির অভিযোগে নেপালে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। বিক্ষোভের সম্ভাব্য প্রভাব ভারতীয় ভূখণ্ডে ছড়িয়ে পড়া রোধে সীমান্ত রক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল (এসএসবি) নজরদারি বৃদ্ধি করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারতের সরকারি সূত্রগুলো জানিয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) হাজার হাজার যুবকের অংশগ্রহণে নেপালের পার্লামেন্ট ভবনে প্রবেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ এবং সরকারি দুর্নীতির অভিযোগে বড় ধরনের বিক্ষোভ হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসএসবির একজন কর্মকর্তা ভারতের সংবাদ সংস্থা এএনআই’কে জানিয়েছেন, ‘নেপালে বিক্ষোভের প্রেক্ষাপটে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল (এসএসবি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’ তিনি আরও জানান, এই সতর্কতা পূর্বসতর্কতামূলক এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন চৌকিতে কড়া তল্লাশি চালানো হচ্ছে। একইসঙ্গে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ জনগণের চলাচলে স্বাভাবিকতা বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে এসএসবি। উল্লেখ্য, ভারত-নেপাল সীমান্ত ১ হাজার ৭৫১ কিলোমিটার দীর্ঘ। এটি উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত। দুই দেশের নাগরিকদের মধ্যে অবাধ চলাচলের এই সুবিধা সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে নিরাপত্তা ব্যবস্থার জোরদার প্রয়োজন হয়। এসএসবি নিশ্চিত করেছে, যেকোনো ধরনের অস্থিরতা ভারতীয় ভূখণ্ডে যাতে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে তারা। সূত্র: হিন্দুস্তান টাইমস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম