ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

ভারতে তৈরি আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে, ২০২৫,  11:04 AM

news image

যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি আইফোনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  শুক্রবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ইতোমধ্যেই অ্যাপলের নির্বাহী পরিচালক টিম কুককে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকাতে বিক্রির জন্য কোনও আইফোন যদি ভারত বা অন্যকোনও দেশে তৈরি হয় তাহলে তার জন্য অ্যাপলকে ২৫ শতাংশ শুল্ক গুনতে হবে। সুতরাং যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য তার দেশেই আইফোন তৈরি করতে হবে বলে জোর দিয়েছেন ট্রাম্প।  সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার পোস্টে লিখেছেন- অনেক আগেই আমি টিম কুককে এ বিষয়টি অবহিত করেছি। যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইফোন যেন এখানেই উৎপাদন করা হয়। ভারত বা অন্য কোনও দেশে নয়। যদি অ্যাপল অন্য কোনও দেশে আইফোন উৎপাদন করে তাহলে মার্কিন বাজারে প্রবেশ করতে হলে কোম্পানিটিকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পর শেয়ারবাজারে বড় ধাক্কা খেয়েছে অ্যাপলসহ বেশ কয়েকটি কোম্পানি। এর মধ্যে নাসডাক ১০০ সূচকের অবস্থান সবচেয়ে বেশি খারাপ ছিল। আর শেয়ারবাজারে অ্যাপলের দর কমেছে ৪ শতাংশ। আইফোন উৎপাদনে গত পাঁচ বছরে একচেটিয়া নেতৃত্ব দিয়েছে ভারত। গত অর্থবছরে প্রায় ২২ বিলিয়ন ডলার মূল্যের আইফোন তৈরি করেছে দেশটি, যা আগের বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। এক্ষেত্রে ভারতকেই উৎপাদনের কেন্দ্র হিসেবে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ওই কোম্পানি।  গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সরবরাহ-চেইনে উদ্বেগ দেখা দেয়। এতে আইফোনের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ভারতকে নিজেদের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে অ্যাপল। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন, হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম