ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

ভারতে আবারও করোনার হানা, আক্রান্ত হাজারেরও বেশি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০২৫,  2:45 PM

news image

দুই বছরের মহামারির পর নতুন করে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ভারতে। বিগত কয়েক দিনে দেশটিতে এক হাজারের বেশি মানুষের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।  ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বরাতে বুধবার (২৮ মে) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত কয়েকদিনে এক হাজার ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে ভারতের বিভিন্ন রাজ্যে। এর মধ্যে নতুন সংক্রমণের ধাক্কায় সবচেয়ে বেশি ভুগছে কেরালা। সেখানে ৪৩০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ২০৯ জন। এছাড়াও দিল্লিতে ১০৪ জন, গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের বেশিরভাগেরই শরীরে বাসা বেঁধেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১। সংক্রমণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে করোনায় বেশকিছু মৃত্যুও দেখতে হয়েছে দেশটিকে। মহারাষ্ট্রে অন্তত চারজন, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে। এ পরিস্থিতিতে অন্যান্য রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আতঙ্কিত না হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের কারণে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। যদিও অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু, তবুও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম