
আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর, ২০২৫, 10:41 AM

ভারতীয় বিমানে ‘বার্ড স্ট্রাইক’, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেড় শতাধিক যাত্রী
মহারাষ্ট্রের নাগপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতাগামী ইন্ডিগোর একটি ফ্লাইট বার্ড স্ট্রাইকের শিকার হয়েছে। মঙ্গলবার সকালে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলট বিমানটি দ্রুত নাগপুর বিমানবন্দরে ফিরিয়ে আনেন। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লাইট 6E812-কে সম্পূর্ণ নিরাপত্তার স্বার্থে বাতিল করা হয়েছে। বিমানটির প্রয়োজনীয় পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত তা পুনরায় চালানো সম্ভব নয়। এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ সংস্থাটি আরও জানিয়েছে, যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা, সম্পূর্ণ অর্থ ফেরত (যদি কেউ তা চান) এবং রিফ্রেশমেন্টের সুবিধা দেওয়া হয়েছে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বিমানটি ২৭২ জন আরোহী ধারণক্ষম। তবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফ্লাইটে প্রায় ১৬০ থেকে ১৬৫ জন যাত্রী ছিলেন। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট অনুযায়ী, এয়ারবাস A320-251N মডেলের বিমানটি সকাল ৭টা ৫ মিনিটে নাগপুর থেকে উড্ডয়ন করে। কিছু সময় পরই বিমানটির সামনের অংশ বার্ড স্ট্রাইকে ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, গত সপ্তাহেও ইন্ডিগোর একটি বিমান — সুরাট থেকে দুবাইগামী একটি ফ্লাইট — মাঝ আকাশে প্রযুক্তিগত সমস্যার কারণে আহমেদাবাদে জরুরি অবতরণ করেছিল। ওই ফ্লাইটে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন এবং তাদের পরে বিকল্প বিমানে দুবাই পাঠানো হয়। বিশেষজ্ঞদের মতে, উড্ডয়ন ও অবতরণের সময় বার্ড স্ট্রাইকের ঝুঁকি সবচেয়ে বেশি। যদিও বিমানবন্দরগুলোতে পাখি তাড়ানোর নানা প্রযুক্তি ব্যবহার করা হয়, তবুও মাঝে মাঝে এমন ঘটনা এড়ানো সম্ভব হয় না। সূত্র : হিন্দুস্তান টাইমস ও গালফ নিউজ।