ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

বিষাক্ত কোকেন সেবনে আর্জেন্টিনায় ১৬ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  12:37 PM

news image

বিষাক্ত কোকেন সেবনের পর আর্জেন্টিনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কোকেন সেবনে গুরুতর অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে অর্ধশতাধিক মানুষকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুয়েন্স আয়ার্স প্রদেশ কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায়। প্রদেশের নিরাপত্তামন্ত্রী সার্জিও বেরনির একজন মুখপাত্র হাসপাতালে মৃতদের একটি তালিকা শেয়ার করেছেন। সেখানে বলা হয়, ১২ জনের মৃত্যু হয়েছে আর ৫০ জনের মতো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে প্রদেশের কর্তৃপক্ষ মাদক বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে।

স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, ওই কোকেনে হয়তো বিষাক্ত পদার্থ মেশানো হয়েছিল।  প্রদেশের নিরাপত্তামন্ত্রী সার্জিও বেরনি বলেন, আমরা ল্যাবের ফলাফলের জন্য অপেক্ষা করছি। এ ছাড়া আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। ত্রেস দি ফেবরেরো কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, এটি ‘ভেজাল কোকেন’ এর কারণে লোকদের গুরুতর অসুস্থ হওয়ার বিষয়ে সচেতন ছিল এবং আরও মৃত্যু রোধ করতে জরুরি পরিষেবা এবং হাসপাতালের সঙ্গে কাজ করছে৷ গত ২৪ ঘণ্টার মধ্যে কেউ কোকেন কিনে থাকলে তা ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম