ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইইউ প্রতিনিধি দলের রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১ সরকারি চাকরিজীবীদের পেনশনে সুযোগ-সুবিধা বাড়ছে লি‌বিয়া থে‌কে আজ দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত কমপক্ষে ৫০ পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল গাজায় হাসপাতালের এলাকা লক্ষ্য করে হামলা, নিহত ১৯ আজ বিশ্ব বাঁশ দিবস চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে : তারেক রহমান নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

বাজারে কমেছে কাঁচা মরিচের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২২,  12:33 PM

news image

দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে দেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৭০ টাকায়। বৃহস্পতিবার ( ২৪ মার্চ) হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। কাঁচামরিচের দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মাঝে। দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। হিলির কাঁচাবাজার করতে আসা মাজহারুল ইসলাম বলেন, পেঁয়াজের বাজারে অনেকটাই স্বস্তি ফিরেছে। তবে কাঁচামরিচের বাজারে তেমন কোন স্বস্তি ফেরেনি। তবে এক সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম কমেছে।

আগে যেমন ২০ থেকে ২৫ টাকায় কাঁচামরিচ বিক্রি হয়েছিল। সেই দামে যদি এখন বিক্রি হতো তবে আমাদের জন্য অনেক সুবিধা হতো। বাংলাদেশ সরকার তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। তবে হিলির বাজারে এখনো তার তেমন কোন প্রভাব পড়েনি। তিনি আরও বলেন, বোতল জাতের সয়াবিন তেল ১৬০ টাকা দামে বিক্রি হলেও খোলা সয়াবিন তেল ১৪৮ টাকা লিটার বিক্রি হচ্ছে। সামনে রমজান মাস সরকার যদি এখনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে। তবে অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের জন্য কৃত্রিম সংকট তৈরি করতে পারে। হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব হোসেন বলেন, বাজারে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম। গত সপ্তাহের থেকে ৩০ টাকা দাম কমেছে। প্রতি দিন একটু একটু করে দাম কমছে। আগামীতে আরও দাম কমতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম