ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

ফের সুখবর পেলেন প্রাথমিকের ২৪ প্রধান শিক্ষক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন, ২০২৫,  11:24 AM

news image

দীর্ঘ প্রতীক্ষার পর বেতন স্কেলে সুখবর পেয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ জন প্রধান শিক্ষক। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, গ্রেড-১১ থেকে তাদের বেতন স্কেল গ্রেড-১০-এ উন্নীত করার সিদ্ধান্ত কার্যকর করেছে অর্থ মন্ত্রণালয়। গণশিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে গত ১৯ জুন অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়। এতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের রায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ এবং সিভিল রিভিউ নম্বর ১১৪/২০২২-এর আলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত ওই স্মারকের অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দপ্তরেও পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এ সিদ্ধান্ত শুধুমাত্র রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮-এর অন্তর্ভুক্ত ২৪ জন প্রধান শিক্ষকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট শিক্ষকরা বলছেন, আদালতের এই রায় এবং তার বাস্তবায়ন সরকারের আইনের শাসন ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধার প্রকাশ। দীর্ঘদিন ধরে বিচারাধীন একটি স্পর্শকাতর বিষয় নিষ্পত্তির মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট শিক্ষকরা গ্রেড উন্নীতকরণের দাবিতে আইনি লড়াই চালিয়ে আসছিলেন। একপর্যায়ে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিলে তা রাষ্ট্রপক্ষ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে যায়। শেষ পর্যন্ত আপিল বিভাগ এবং সিভিল রিভিউয়ের আদেশে বিষয়টি নিষ্পত্তি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম