ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

ফিরে গেলেন শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা

#

২৩ এপ্রিল, ২০২৫,  1:48 PM

news image

শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি কুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপদেষ্টা শিক্ষার্থীদের অনুরোধ করেছিলেন অনশন ভাঙার জন্য। কিন্তু ভিসির পদত্যাগ ছাড়া অনশন ভাঙবে বলে জানিয়ে দেন শিক্ষার্থীরা। এদিকে, একদফা দাবিতে আমরণ অনশনের তৃতীয়দিন পার করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ২৭ শিক্ষার্থী। ইতিমধ্যে ৪ জন অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।  আজ বুধবার কুয়েট ক্যাম্পাসে আসেন শিক্ষা উপদেষ্টা। পরে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। তবে বের হওয়ার সময় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সিন্ডিকেটের কয়েকজন সদস্য তাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানালে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমি এসেছি শুধুমাত্র ছাত্রদের অনশন ভাঙাতে, অন্য কারো সঙ্গে এখন কোনো কথা নয়।’ এদিকে ঢাকা থেকে আসা ইউজিসির দুই সদস্য প্রফেসর তানজিম আহমেদ ও প্রফেসর সাইদুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে অনশন তুলে নেওয়ার জন্য কথা বলছেন। সোমবার বিকাল ৪টার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় কয়েকজন শিক্ষার্থী ভিসি’র পদত্যাগের দাবিতে অনশনে বসেন।  যদিও কুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছিলেন। অন্যদিকে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিলেন। মঙ্গলবার কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনালাপকালে তিনি এ আহ্বান জানান।  গত ১৮ ফেব্রুয়ারি সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে কুয়েটে অচলাবস্থার সৃষ্টি হয়। ঈদের ছুটির পর ১৩ এপ্রিল কুয়েট প্রশাসনের নির্দেশনা অমান্য করে ক্যাম্পাসে প্রবেশ করেন কতিপয় শিক্ষার্থী। পরদিন ছয়টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম