ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

পাকিস্তানের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ এনে ভারতের কড়া বার্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ মে, ২০২৫,  11:01 AM

news image

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এক ঘণ্টা পরেই জম্মু কাশ্মীরে ড্রোন হামলা হয়। এতে পাকিস্তানকে দায়ী করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে দিল্লি। শনিবার (১১ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে। ভারতীয় সেনারাও এর উপযুক্ত জবাব দিচ্ছে। আমরা পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান। বিক্রম মিশ্রি বলেন, পাকিস্তানকে যুদ্ধবিরতি লঙ্ঘনের সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি। এ সময় কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তা কঠোরভাবে মোকাবিলা করার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া আছে। এর আগে, টানা ১৯ দিনের উত্তেজনা ও শেষ চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় হয়েছে ভারত-পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শনিবার সন্ধ্যায় প্রথমে যুদ্ধবিরতির কথা জানান। পরে দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়। তার কয়েক ঘণ্টা পরেই জম্মু কাশ্মীরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম