ঢাকা ০২ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত বারহাট্টায় গোপনাঙ্গ কেটে বানানো হচ্ছে হিজড়া, চলছে মাসিক চাঁদাবাজি যেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল: এনসিপি বর্ষায় শাকপাতা খান নিয়ম মেনে খিলগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ সুন্দরবন স্কয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ছিল, ফায়ার সার্ভিসও সতর্ক করেছিল দেশের স্বার্থ বিসর্জনের কোনো সুযোগ নেই: বাণিজ্য উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট

নাগেশ্বরীতে চাঞ্চল্যকর বাচ্চু হত্যা মামলার ২ ঘন্টা পুর্বেই হত্যায় জড়িত ২ আসামী গ্রেপ্তার

#

নাগেশ্বরী প্রতিনিধি

৩০ জুলাই, ২০২২,  10:22 PM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাট কাটতে গিয়ে নিখোঁজ আব্দুর রাজ্জাক বাচ্চু(৪২)র হত্যা মামলা দায়েরের ২৪ ঘন্টার পুর্বেই হত্যায়  জড়িত ২ আসামীকে  গ্রেপ্তার করছে   নাগেশ্বরী থানা পুলিশ। ঘটনায় জানাগেছে নাগেশ্বরী পৌরসভার বদিজামালপুর গ্রামের মৃত কয়ছার আলীর পুত্র আব্দুর রহমান বাচ্চু গত ২৫ জুলাই  মোসলিয়ার পাড় নদীর পাড়ে তার জমিতে পাট কাটতে গিয়ে নিখোঁজ হয়। বাচ্চু বাড়িতে না ফেরায়   নিখোঁজ বাচ্চু মিয়ার স্বজনরা নাগেশ্বরী থানায় একটি জিডি করে জিডি নং ১১৮৯,তারিখ ২৬ জুলাই ২০২২ ইং। জিডির সুত্র ধরে নাগেশ্বরী থানার এসআই আশরাফুৎদৌলা তদন্ত করাকালীন ২৮ জুলাই পয়ড়াডাঙ্গা মুছলিয়ারপাড়া মৃত আলহাজ রিয়াজ উদ্দিনের পুত্র নুরুল আমিনের জমিতে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরে  ২৯ জুলাই নিহত বাচ্চুর স্ত্রী মোছাঃ লিলি খাতুন  একই গ্রামের মোঃ আব্দুর রহমানের পুত্র মোঃ আবু মুসাসহ অজ্ঞাত আরও ২/৩ জনের নামে জমিবন্ধকের টাকা নিয়ে বিরোধের জের ধরে হত্যা করা হয়েছে মর্মে দঃবিঃ৩০২/২০১ ধারায়  নাগেশ্বরী থানায় একটি এজাহার দায়ের করেন যার নং ১৪।নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসানের বিচক্ষণতায় ৩০ জুলাই রাতে প্রথমে আাসামী আবু মুসাকে গ্রেপ্তার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ২.৩০ মিনিটে আল আমিন নামে আরও একজনকে গ্রেপ্তার করে।পরে গ্রেপ্তারকৃত আসামীরা বাচ্চু হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিলে   আদালতে কাঃ বিঃ১৬৪ ধারায় জবান বন্দী প্রদান করার পর তাদের জেলহাজতে প্রেরন করা হয়। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান জানান,বাচ্চু হত্যায় জড়িত মুল আসামী আবু মুসাসহ আল আমিনকে  গ্রেপ্তারের পর হত্যার মুল রহস্য উদঘাটন পুর্বক জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম