ঢাকা ০৮ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
আইসিসি থেকে আরও একটি সুখবর পেলেন মিরাজ চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পাশে চিরকুট ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাব শাহজালাল বিমানবন্দরে একনেকে ৩৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ পাকিস্তানে থাকা নাহিদ-রিশাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিবি মেহেরপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ পাকিস্তানে হামলা, যে ব্যাখ্যা দিলেন ভারতের পররাষ্ট্র সচিব গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ৪৬১ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শেয়ারবাজারে ব্যাপক দরপতন

ধামরাইয়ে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৫,  3:55 PM

news image

ঢাকার ধামরাইয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু বলাৎকারের অভিযোগে মো. জুবায়ের আহামাদ (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৫ মে) দুপুরের দিকে উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, রোববার (০৪ মে) দিবাগত রাতে খরারচরের তালিমুল কোরাআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর মা। গ্রেপ্তার জুবায়ের আহামাদ (২৩) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বালুয়াদিঘিরপাড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক। অন্যদিকে ভুক্তভোগী শিশু রোয়াইল ইউনিয়নের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু তালিমুল কোরআন মাদ্রাসায় আবাসিকভাবে থেকে তৃতীয় শ্রেণিতে পড়ে। রোববার রাতে আড়াইটার দিকে ওই শিশুকে ঘুম ভাঙিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যায় ওই শিক্ষক। এরপর তাকে কক্ষের মেঝেতে শুইয়ে তার পাজামা খুলে জোরপূর্বক বলাৎকার করে। সোমবার খাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বাড়ি এসে নিজের মাকে পুরো ঘটনা খুলে বলে ওই শিশুটি। পরে ছেলেকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ করে ভুক্তভোগীর মা। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বলাৎকারে জড়িত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম