ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইইউ প্রতিনিধি দলের রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১ সরকারি চাকরিজীবীদের পেনশনে সুযোগ-সুবিধা বাড়ছে লি‌বিয়া থে‌কে আজ দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত কমপক্ষে ৫০ পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল গাজায় হাসপাতালের এলাকা লক্ষ্য করে হামলা, নিহত ১৯ আজ বিশ্ব বাঁশ দিবস চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি নিজেকে আধুনিকায়ন করেছে : তারেক রহমান নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৫,  3:04 PM

news image

প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ঐতিহাসিক সাফল্য নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সফরের শেষটা রাঙিয়ে তুলে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ঢাকায় পৌঁছেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয়ের মাধ্যমে সফরের সমাপ্তি ঘটায় বাংলাদেশ। বুধবার কলম্বোয় অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ২১ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় পায় টাইগাররা। আগে ব্যাট করে স্বাগতিক শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান তোলে। বাংলাদেশের শেখ মেহেদী একাদশে সুযোগ পেয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১১ রানে শিকার করেন ৪ উইকেট। জবাবে ব্যাট হাতে তান্ডব চালান তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। লিটন দাস করেন ২৬ বলে ৩২ রান এবং তাওহীদ হৃদয় ২৫ বলে অপরাজিত ২৭ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাত্র ১৬.৩ ওভারে। এর আগে, ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সফরের শুরুটা আশানুরূপ ছিল না। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের দুঃখ ভুলিয়ে দিয়েছে এই টি-টোয়েন্টি সাফল্য। তবে জয়ের আনন্দে ভেসে থাকলেও বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা। সামনেই অপেক্ষা করছে আরেকটি কঠিন চ্যালেঞ্জ। ঘরের মাঠে আসছে শক্তিশালী পাকিস্তান দল। রোববার (২০ জুলাই) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই একই ভেন্যুতে। এই সিরিজ দিয়েই টাইগারদের সামনে আবারও নিজেদের প্রমাণের মঞ্চ।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম