ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম স্বাস্থ্য খাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু ৫ দিনের রিমান্ডে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন র‌্যাব-১৩'র অভিযানে ৬ রাউন্ড তাজা গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইইউ প্রতিনিধি দলের রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১ সরকারি চাকরিজীবীদের পেনশনে সুযোগ-সুবিধা বাড়ছে লি‌বিয়া থে‌কে আজ দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত কমপক্ষে ৫০

দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া

#

বিনোদন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২১,  3:21 PM

news image

চলতি মাসের শেষ সপ্তাহে দুবাই যাচ্ছেন চিত্রনায়িকা ও গায়িকা নুসরাত ফারিয়া। একটি শোতে অংশ নিতে নুসরাত ফারিয়ার এবারের দুবাই সফর। ঈগলসের পরিচালনায় দুবাইতে পারফর্ম করবেন তিনি। এদিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘হাবিবি’। গানটি এসভিএফ ইউটিউব চ্যানেলে প্রকাশের পর এর জন্য দারুণ সাড়া পাচ্ছেন নুসরাত ফারিয়া।

দুবাই যাওয়া প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন কোনো শোতে অংশ নিতে পারিনি। এবার পরিস্থিতি অনেকটা অনুকূলে। তাই সিদ্ধান্ত নিয়েছি বিশেষ কিছু শো করব। সেই সিদ্ধান্ত থেকেই দুবাইয়ে অংশ নিচ্ছি।’ ‘হাবিবি’ প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটির জন্য আরও অনেক বেশি সাড়া পেতাম এরই মধ্যে। হয়তো ভিউয়ার্স এখন যা আছে তার চেয়েও অনেক বেশি থাকত। কিন্তু টেকনিক্যাল কারণে গানটি আপলোডের শুরুতে কিছুটা সমস্যা হচ্ছিল। এখন সে সমস্যা নেই। তাই গানের ভিউ বাড়ছে।’ এর আগে নুসরাত ফারিয়া ‘যদি কিন্তু তবুও’ সিনেমায় প্লে-ব্যাক করেছিলেন। তার প্রথম মৌলিক গান ছিলো ‘পতাকা’। দ্বিতীয় গান ছিলো ‘আমি থাকতে চাই’। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’ সিনেমাগুলো। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে নায়িকার ‘ভয়’ সিনেমাটি। জানা গেছে, দুবাই থেকে ফিরে এসে আগামী ৬ ডিসেম্বর থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মাণাধীন শ্যাম বানেগাল পরিচালিত ‘বায়োপিক’-এর শুটিং করবেন নুসরাত ফারিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম