ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: ভোলার থেকে ঢাকা যাবেন প্রায় পঞ্চাশ হাজার বিএনপি নেতাকর্মী

#

২৪ ডিসেম্বর, ২০২৫,  11:27 AM

news image

আহসানুল হক সাদ্দাম :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা দিয়ে দ্বীপজেলা ভোলার বিএনপি ও তাদের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে,শহর থেকে নগর সর্বত্রই এখন তারেক রহমানের দেশে ফেরার আলাপ। তাদের প্রিয় নেতাকে বরণ করতে লঞ্চযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন জেলার প্রায় পঞ্চাশ হাজারের বেশি বিএনপি নেতাকর্মী। জেলার ৭ উপজেলার নেতাকর্মীদের জন্য রিজার্ভ করা হয়েছে ১২টি লঞ্চ। ভোলা জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে  ভোলার ৭ উপজেলা বিএনপির বিভিন্ন শাখার নেতাকর্মীরা ঢাকার ৩০০ ফিটের জনসভায় উপস্থিত হওয়ার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। লঞ্চযোগে কেউ কেউ ইতোমধ্যে নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন,আবার কেউ কেউ আগামী ২৪ ডিসেম্বর দিবাগত রাতে দলবদ্ধ ভাবে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং ২৫ ডিসেম্বর সকালে একত্রিত হয়ে জনসভায় উপস্থিত হয়ে জনসভা শেষে তারা একই লঞ্চে ভোলায় ফিরবেন।  ১২টি লঞ্চের মধ্যে ভোলা সদর উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ২টি লঞ্চ,দৌলতখান থেকে ১টি,বোরহানউদ্দিন থেকে ২টি,লালমোহন থেকে ২টি,তজুমদ্দিন থেকে ১টি,চরফ্যাশন থেকে ৩টি ও মনপুরা উপজেলা থেকে ১টি। এবিষয়ে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত ভোলা-১ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি,গত ৫আগস্ট দেশ দ্বিতীয় বারের মত দেশ স্বাধীন হয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তন বহুল কাঙ্খিত। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তিনি দেশে ফিরছেন,এটা আমাদের জন্য আনন্দের। আমাদের নেতা তারেক রহমানকে বরণ করতে ভোলা জেলার ৭ উপজেলা থেকে নেতাকর্মীরা ঢাকা যাবেন। ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন বলেন,আমরা ভোলা সদর উপজেলা থেকে ২টি লঞ্চে প্রায় ৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম