
NL24 News
০৯ সেপ্টেম্বর, ২০২৫, 11:06 AM
ডাকসু নির্বাচন : ভোট দিয়ে যা বললেন সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবু সাদিক কায়েম। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি আহ্বান, সবাই আসুন ভোটাধিকার প্রয়োগ করুন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন। গণতন্ত্রের চমৎকার নজির স্থাপন করতে হবে ডাকসুর মধ্য দিয়ে। সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে সাদিক কায়েম আরও বলেন, ‘দায়িত্বশীল আচরণ করব। এই নির্বাচনের দিকে সারাদেশের মানুষ তাকিয়ে আছে। আমি আশা করব সকালে যেমন সুন্দর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ, ঠিক সেভাবে শেষ হবে।’