ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা যেভাবে বুঝবেন এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল হাজারীবাগে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি আজ মুখোমুখি শ্রীলংকা-আফগানিস্তান, যে সমীকরণের সামনে টাইগাররা যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ

টুইটারে পোস্টের কারণে সৌদি নারীর ৪৫ বছরের কারাদণ্ড

#

আইটি ডেস্ক

৩১ আগস্ট, ২০২২,  12:10 PM

news image

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের কারণে সৌদি আরবের এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সৌদির আদালতের নথির উদ্ধৃতি দিয়ে একটি অধিকার গোষ্ঠী এ তথ্য দিয়েছে। খবর রয়টার্স ও এএফপির। ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন) নামের অধিকার গোষ্ঠীর ভাষ্যমতে, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে এ ধরনের দ্বিতীয় ঘটনা ঘটল। ডিএডব্লিউএন বলছে, কারাদণ্ড পাওয়া নারীর নাম নুরাহ বিনতে সাঈদ আল-কাহতানি। দোষী সাব্যস্ত হওয়ার পর আপিলে তাঁর এ সাজা হয়েছে। অধিকার গোষ্ঠীটির ভাষ্য, সৌদির সামাজিক কাঠামো ভাঙতে ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে নুরাহকে দোষী সাব্যস্ত করা হয়।

নুরাহকে সৌদির কাউন্টার টেররিজম ও অ্যান্টিসাইবার ক্রাইম আইনের অধীন দোষী সাব্যস্ত করা হয় বলে জানায় ডিএডব্লিউএন। ডিএডব্লিউএন ওয়াশিংটনভিত্তিক অধিকার গোষ্ঠী। গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা সৌদির প্রয়াত সাংবাদিক জামাল খাসোগি। তিনি ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হন। সৌদির বর্তমান শাসকদের কড়া সমালোচক ছিলেন খাসোগি। নুরাহর কারাদণ্ডের বিষয়ে সৌদির আদালতের নথির একটি অনুলিপি ‘শেয়ার’ করেছে ডিএডব্লিউএন। কিন্তু এই নথির বিষয়বস্তু যাচাই করতে পারেনি এএফপি। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। নুরাহ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তাঁকে ২০২১ সালের জুলাইয়ে গ্রেপ্তার করা হয়। তিনি দেশটির বিশেষায়িত ফৌজদারি আদালতে দোষী সাব্যস্ত হন। চলতি মাসে আপিলে তাঁর গুরুদণ্ড হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম