ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

জকসু নির্বাচনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন ৮ প্রার্থী

#

১৫ ডিসেম্বর, ২০২৫,  10:47 AM

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের শেষ দিনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একইসাথে বাদ যাওয়া ৪২ জন প্রার্থীর মধ্যে ৯ প্রার্থীর প্রার্থীতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আজ নির্বাচন কমিশন। এছাড়া ৩৪ পদে ১৮১ প্রার্থীর তালিকা চূড়ান্ত। রবিবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে এ-সব তথ্য নিশ্চিত করেছেন জকসু'র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান। তিনি বলেন, ১১ তারিখ  আমরা সবকিছু দেখেশুনে ১৮৯ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছি। এরমধ্যে বাদ যাওয়া ৪২ জন প্রার্থীর মধ্যে ২ জনের ডোপ টেস্টে পজিটিভ আসে এবং বাকি ৪০ জন বিভিন্ন অভিযোগ সহ ডোপ টেস্টে অংশ নেয় নি। গত দু'দিনে ৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি আরও বলেন,

একইসাথে ডোপ টেস্টে একজনের ফলাফল নেগেটিভ এসেছে কিন্তু ভুলে বশত তা পজিটিভ দেখানো হয়েছে এবং আরেকজনের শারীরিক অসুস্থতায় ডোপ টেস্টে পজিটিভ এসেছে। পাশাপাশি ৭ জনের নামে  ছাত্রলীগের কমিটিতে পদধারীর সম্পৃক্ততার অভিযোগ থাকায় নির্বাচন কমিশনের গঠিত ট্রাইব্যুনাল ৯ জনের বিষয়গুলো নিয়ে কাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আশাকরি সেখানে কয়েকজন তাদের প্রার্থিতা ফিরে পাবে। এ-র আগে রাতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিপি পদপ্রার্থী তাওসিন ইসলাম ও মিঠুন চন্দ্র রায়, জিএস পদপ্রার্থী মেহেদী হাসান শুভ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী মো. রিয়াদ সরকার ও উজ্জ্বল চন্দ্র রায়, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী আসিফ হোসেন ও নির্বাহী সদস্য পদপ্রার্থী মো. আশরাফুল ইসলাম ও আবুবকর সম্পদ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এর আগে গত ১৭ ও ১৮ নভেম্বর ৩৪ পদের বিপরীতে ২৪৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ২৪ নভেম্বর প্রাথমিক তালিকায় ২৩১ জন প্রার্থীর নাম প্রকাশ করে নির্বাচন কমিশন। এছাড়া গত ‎৪ ডিসেম্বর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। সেই তফসিল অনুযায়ী ৯ ও ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপটেস্ট সম্পন্ন হয়। নির্ধারিত সূচি অনুযায়ী ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। যেখানে ২১ পদে ১৫৬ জন ও হল শিক্ষার্থী সংসদে ১৩ পদের বিপরীতে ৩৩ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। একইসঙ্গে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়ে ৪২ জন প্রার্থী।  তফসিল অনুযায়ী আজ ১৫ ডিসেম্বর রাত ১২ টা আগামী ২৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত প্রচারণা চলবে, ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ ও ভোটগণনা শেষে ৩০ বা ৩১ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম