ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

চীনের ১১ লাখ মানুষের শহরে লকডাউন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২২,  10:47 AM

news image

উপসর্গহীন তিন করোনা রোগী শনাক্ত হওয়ায় ১১ লাখ মানুষের শহরে লকডাউন দিয়েছে চীন। এ নিয়ে চীনের দ্বিতীয় শহর লকডাউনে গেল। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। হেনান প্রদেশের জেলা পর্যায়ের শহর ইউঝৌ শহরটির গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিত্যপণ্য ছাড়া সব দোকানপাটও রাতারাতি বন্ধ রাখতে বলা হয়েছে।

বেইজিং থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের শহর ইউঝৌ’র সব বাসিন্দাকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে, যারা স্বাস্থ্যসেবার কাজে নিযুক্ত, তারা বাইরে বের হতে পারবেন। অন্যদিকে, দেশটির পশ্চিমাঞ্চলের জি’আন শহরে দুই সপ্তাহের জন্য পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়। গত সোমবার সেখানে ৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এর আগে লকডাউন শুরুর সময় দৈনিক প্রায় দেড়শ জনের করোনা শনাক্ত করা হচ্ছিল। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়ার দেশ চীনে এ পর্যন্ত এক লাখ ১৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং চার হাজার ৮৪৯ জন মারা গেছে। চীনের ৮৬ দশমিক ৩৮ শতাংশ মানুষ পূর্ণডোজ টিকা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম