ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

চিকুনগুনিয়া টিকার লাইসেন্স স্থগিত করল যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট, ২০২৫,  4:18 PM

news image

চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যবহৃত ‘ইক্সচিক’ টিকার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিকার ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ভ্যালনেভা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত মশাবাহিত এ ভাইরাস প্রতিরোধে দুটি টিকার একটি ইক্সচিক। ২০২৩ সালে টিকাটি অনুমোদন পেলেও সাম্প্রতিক সময়ে বিশেষ করে বয়স্ক রোগীদের মধ্যে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া ধরা পড়ায় তা নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়। কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, এফডিএর নির্দেশনা অনুযায়ী গত শুক্রবার থেকে লাইসেন্স স্থগিত কার্যকর হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া চারটি গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনার পর এ সিদ্ধান্ত আসে, যাদের মধ্যে তিনজনের বয়স ছিল ৭০ থেকে ৮২ বছরের মধ্যে। ভ্যালনেভার প্রধান নির্বাহী থমাস লিঙ্গেলবাচ বলেন, আমরা পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছি। বিশ্বব্যাপী চিকুনগুনিয়ার হুমকি বাড়ছে, তাই স্বাস্থ্যসুরক্ষার অংশ হিসেবে ভ্যাকসিনের প্রাপ্যতা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক দিক থেকেও বড় ধাক্কা খেয়েছে ভ্যালনেভা। সোমবার সকালে প্যারিসের শেয়ারবাজারে প্রতিষ্ঠানের শেয়ারের দর ২৬ শতাংশের বেশি হ্রাস পায়। চলতি বছরের প্রথম ছয় মাসে ভ্যাকসিনটির বিশ্বব্যাপী বিক্রি হয়েছিল প্রায় ৮.৮ মিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে মশাবাহিত এই ভাইরাস নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং ভবিষ্যতে তা মহামারির রূপ নিতে পারে। যদিও চিকুনগুনিয়ায় মৃত্যু বিরল, তবে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে। গত জুলাইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছিল, চিকুনগুনিয়ার কারণে বিশ্বব্যাপী বড় ধরনের মহামারির ঝুঁকি তৈরি হয়েছে। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল। ডব্লিউএইচওর মতে, বর্তমান পরিস্থিতি অনেকটা দুই দশক আগে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভয়াবহ প্রাদুর্ভাবের আগে পাওয়া সংকেতের মতো। এদিকে, ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ইউরোপে ২৭টি চিকুনগুনিয়া প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বৈশ্বিক জনস্বাস্থ্য ও টিকা ব্যবস্থাপনায় বড় আলোচনার জন্ম দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম