
আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৫, 10:52 AM

গাজায় হাসপাতালের এলাকা লক্ষ্য করে হামলা, নিহত ১৯
গাজায় নতুন করে ব্যাপক হামলা চলানোর ঘটনা ঘটেছে। হাসপাতালগুলোর এলাকাসমূহকে লক্ষ্যবস্তু করে এই হামলা চাল্লায় ইসরায়েলি বাহিনী। এদিকে গাজা শহরে স্থল অভিযানের কারণে বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। চিকিৎসা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদসংস্থা আল জাজিরা জানিয়েছে, শুধু বৃহস্পতিবারই ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মিসাইল হামলা চালানো হয় আল-শিফা ও আল-আহলি হাসপাতালের আশপাশে। এতে আল-শিফার বাইরে অন্তত ১৫ জন নিহত হন। আর আল-আহলির কাছে অন্য এক হামলায় মারা যান আরও ৪ জন। এদিকে হামাস এই হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে বলেছে, এটি ঘটলো এমন এক সময়ে যখন জাতিসংঘের নতুন প্রতিবেদন প্রকাশের একদিনও অতক্রম হয়নি, যেখানে ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। সংগঠনটি আরও বলেছে, এই হামলা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের প্রকাশ্য চ্যালেঞ্জ ও অবজ্ঞার বার্তা বহন করছে। অপরদিকে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার শিশুদের চিকিৎসার জন্য ব্যবহৃত আল-রান্তিসি হাসপাতালকে লক্ষ্য করে রাতভর বোমাবর্ষণে হতবাক হওয়ার কথা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ইনকিউবেটরে থাকা নবজাতক আর ডায়ালাইসিসে থাকা শিশুদের ওপর কোনোভাবেই হামলা হওয়া উচিত নয়।’ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই শিশু হাসপাতালটি ৩ বার হামলার শিকার হয়। এতে ৪০ জন রোগী পালাতে বাধ্য হয়। এছাড়া আরও ৪০ জন রোগী ও কর্মী এখনও ভেতরেই আটকা পড়েছেন।