ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

কাশ্মীরে ভারত-পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৫,  11:06 AM

news image

নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের বিরুদ্ধে ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনী ‘অযৌক্তিকভাবে’ গুলি ছোড়ে ভারতীয় পোস্টগুলোর দিকে। এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির। এই নিয়ে টানা দ্বিতীয় রাত পাকিস্তান এমন উসকানিমূলক আচরণ করল বলে অভিযোগ করছে দিল্লি। ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে। এসব ঘটনার প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। কারণ কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের পহেলগামে পাঁচ সন্ত্রাসী হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’। হামলার পেছনে ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের হাত ছিল বলেও দাবি ভারতীয় গোয়েন্দাদের। এর জবাবে ভারত সরকার কড়া অবস্থান নিয়েছে। যার মধ্যে সিন্ধু পানিচুক্তি বাতিল, এমনকি পাকিস্তানে এক ফোঁটাও জল পাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ছাড়া কূটনৈতিক সম্পর্ক হ্রাস, ভিসা পরিষেবা বন্ধ ও দুই দেশের পর্যটকদের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ‘সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল’ করেছে, যার মধ্যে রয়েছে সিমলা চুক্তি। বন্ধ করে দিয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্তের পতাকা নামানো অনুষ্ঠানও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম