সংবাদ শিরোনাম
কাতারের সড়কে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
২৪ ডিসেম্বর, ২০২৫, 11:02 AM
NL24 News
২৪ ডিসেম্বর, ২০২৫, 11:02 AM
কাতারের সড়কে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে দেশটির আল খোর নামক এলাকায় রাস্তা পার হতে গেলে একটি ল্যান্ড ক্রুজার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন। রিপন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রিপন সবার বড়। কাতারে থাকা রিপনের দুলাভাই মো. সাইফুদ্দিন বলেন, রিপন বাসা থেকে নাস্তা করতে বের হয়েছিল। এ সময় সে রাস্তা পার হতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে। তার মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত