
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২২, 2:22 PM

করোনা মহামারি এখনই শেষ হচ্ছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনা মহামারি এখনই শেষ হয়ে যাচ্ছে ভাবার দরকার নেই বলে বিশ্ব নেতাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘তীব্রতা কম হলেও ওমিক্রন মৃদু, এই ধারণা একেবারেই ভ্রান্ত। ওমিক্রনেও ভর্তি হতে হচ্ছে হাসপাতালে, ঘটছে মৃত্যুও।’ বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ১৮ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, ‘গত সপ্তাহজুড়ে বিশ্বব্যাপী এক কোটি ৮০ লাখ মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছে। এখনও গোটা বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে গড়ে ৪৫ হাজার মানুষ মারা যাচ্ছেন কোভিড আক্রান্ত হয়ে।’
এ সম্পর্কে সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার ডা. আধানম বলেন, ‘(ওমিক্রন) হালকা ধরনের রোগ—এমন ধারণা বিভ্রান্তিকর। একদম ভুল করবেন না। ওমিক্রনে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং মৃত্যু হচ্ছে, এমনকি স্বাস্থ্য সেবাখাত হিমশিম খাচ্ছে।’ডব্লিউএইচও’র জরুরি সেবা প্রধান ডা. মাইক রায়ানও বলেছেন, ‘ওমিক্রনে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে টিকাদানে ধীরগতিসম্পন্ন দেশগুলোতে এর মাত্রা বেশি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৪০৫ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৭২ হাজার ৮৯৪ জনে।