ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

একাত্তর টিভির সংবাদ পাঠিকার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২১,  3:05 PM

news image

বেসরকারি চ্যানেল ৭১ টিভির সংবাদ পাঠিকা ডা. তৃনা ইসলামের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে একটি মামলা করেছেন তার স্বামী এরশাদ উজ জামান। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার শুনানি শেষে খিলগাঁও থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলায় স্বামী সংগীত শিল্পী এরশাদ উজ জামান অভিযোগ করেন, ২০১৬ সালের ১৬ নভেম্বর বাদীর সঙ্গে আসামি তৃনা ইসলামের ইসলামী শরিয়ত মােতাবেক পাঁচ লাখ টাকা দেনমােহর ধার্যে বিবাহ হয়৷ ২০১৭ সালের ৬ আগস্ট ভিকটিমের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। বিবাহের পর থেকে তারা দীর্ঘদিন সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন। হঠাৎ আসামি তৃনা ইসলাম তাহার চিকিৎসক পেশা পরিবর্তন করে সংবাদ পাঠিকা পেশায় যোগদান করেন। এরপর থেকে মামলার আসামি সংসারের প্রতি উদাসীন দেখাতে থাকেন। সম্প্রতি কিছুদিন যাবৎ মামলার আসামি তার জীবনযাপনের নিরাপত্তা স্বরূপ আসামিকে ৫০ লাখ টাকা যৌতুক দিতে বলেন। সর্বশেষ গত ৪ নভেম্বর মামলার আসামি বাদীকে জানায়, তাকে ৫০ লাখ টাকা যৌতুক হিসেবে ব্যাংক ডিপােজিট না করে বৈবাহিক সম্পর্ক রাখবেন না এবং বিভিন্ন প্রকার মামলা মােকদ্দমা করে বাদীকে হেনস্থা করবে বলে হুমকি প্রদান করেন। বাদী যৌতুক প্রদান করতে অস্বীকৃতি জানালে আসামি বাদীকে জানায়, স্বামী-স্ত্রীর সম্পর্কের অর্থাৎ বৈবাহিক সম্পর্কের দাবি নিয়ে যেন আসামির নিকট বাদী না যায় মর্মে সাফ জানিয়ে দেন। উল্লেখ্য, ধর্ষণ এবং ভ্রুণ হত্যার অভিযোগে বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে গত ৪ নভেম্বর একটি মামলা করেন ডাক্তার তৃনা ইসলাম। সূত্র : দৈনিক আমাদের সময় 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম