ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

ইসরায়েলে ‘ব্যাপক’ ড্রোন হামলা চালালো ইয়েমেন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  10:50 AM

news image

ইসরায়েলে ‘ব্যাপক’ ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি রবিবার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলে একাধিক স্থানে বড় ধরনের ড্রোন হামলার ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, তারা রামন ও বেন গুরিয়ন বিমানবন্দরসহ নেগেভ, আশকেলন ও আশদোদ এলাকার সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। সারি দাবি করেন, হামলাগুলো সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে একটি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ।  তিনি আরও বলেন, ইসরায়েলি ও আমেরিকান প্রতিরক্ষাব্যবস্থা এই ড্রোনগুলোর গতি রোধে ব্যর্থ হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের সামরিক অভিযান আরও জোরদার করা হবে।  আমরা গাজার প্রতি আমাদের সমর্থন থেকে কোনোভাবেই সরে আসবো না, ফলাফল যাই হোক না কেন।’ স্থানীয় আল মাসিরাহ টিভির ওয়েবসাইট অনুসারে, সারি বলেন, ‘আমরা সব এয়ারলাইনকে সতর্ক করছি—অধিকৃত ফিলিস্তিনের বিমানবন্দরগুলো এখন আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে টার্গেট করা হবে।’ তিনি বলেন করেন, ‘বিমান সংস্থাগুলোর উচিত অধিকৃত ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়া এবং এসব বিমানবন্দরে আর ফিরে না আসা, কারণ সেগুলো এখন আর নিরাপদ নয়।’ ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এ মুখপাত্র ইসরায়েলি বাহিনীর উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের দেখাবো যে, আপনাদের নেতৃত্ব আপনাদের ভুল আশ্বাস দিয়ে প্রতারিত করছে; আমাদের হাতে এমন সামর্থ্য আছে যা প্রতিরক্ষা ব্যবস্থা ও সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না উঠানো পর্যন্ত ইয়েমেন তার সমর্থনমূলক অভিযান অব্যাহত রাখবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম