ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

ইসরায়েলে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০২৫,  10:54 AM

news image

ইরান ও ইসরায়েলের চলমান রক্তক্ষয়ী সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলায় ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে চিরবৈরী এই দুই পক্ষ। এই পরিস্থিতিতে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার কাতারভিত্তিক আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এবং তেল আবিবের কনস্যুলার বিভাগ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, দূতাবাসের সব মার্কিন কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসস্থান বা এর আশেপাশে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের অবস্থানরত মার্কিন নাগরিকদের প্রতি বার্তা দিয়ে দূতাবাস আরও বলেছে, এই মুহূর্তে ইসরায়েল থেকে বেসরকারি মার্কিন নাগরিকদের চলে যেতে সহায়তা করার বিষয়ে তাদের কোনো ঘোষণা নেই। যদি চলে যাওয়ার বিকল্প সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য থাকে। তবে আমরা মার্কিন নাগরিকদের অবহিত করব। মার্কিন নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়ে বিবৃতিতে আরও যোগ করা হয়, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এখনও বন্ধ রয়েছে এবং সেখান থেকে কোনো বাণিজ্যিক বা চার্টার্ড ফ্লাইট চলাচল করছে না। ইসরায়েলের সমুদ্রবন্দরগুলোও বন্ধ রয়েছে। জর্ডানের স্থল সীমান্ত ক্রসিংগুলো বর্তমানে চালু আছে এবং বুধবার খোলা থাকার কথা রয়েছে। সূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম