ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকার রয়েছে : শাহবাজ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ আগস্ট, ২০২৫,  11:02 AM

news image

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকারকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। রবিবার ইসলামাবাদে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি অর্জনের পূর্ণ অধিকার রয়েছে এবং ইসলামাবাদ এ বিষয়ে তেহরানের পাশে রয়েছে। দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে অবস্থানরত প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশ একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। পাশাপাশি বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করি।

গাজা ও জম্মু-কাশ্মিরের পরিস্থিতি একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেককে নাড়া দিচ্ছে। গাজায় শান্তির জন্য বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ ইসলামাবাদে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে একে অপরকে সমর্থন দেওয়ার বিষয়ে ইরান ও পাকিস্তানের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। বিদ্যমান চ্যালেঞ্জ ও হুমকি মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা জরুরি। তিনি আরও জানান, উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ধর্মীয় ভিত্তিতে গভীর সম্পর্ক রয়েছে যা প্রতিরক্ষা, অর্থনীতি ও নিরাপত্তায় আরও জোরালো সহায়তা নিশ্চিত করতে পারে।

সফরের প্রথম দিন শনিবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান লাহোর সফর করেন এবং পরে ইসলামাবাদে পৌঁছালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একইদিনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মন্ত্রীগণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আঞ্চলিক পরিস্থিতি, জ্বালানি সহযোগিতা, বাণিজ্যিক সংযোগ এবং নিয়মিত পরামর্শ কাঠামো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তথ্যসূত্র : আল-জাজিরা ও দ্য নিউজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম