
নিজস্ব প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর, ২০২৫, 5:00 PM

আশুলিয়ায় খবরের আলো সম্পাদকের বিরুদ্ধে থানায় জিডি
দৈনিক খবরের আলো পত্রিকার সম্পাদক আমিরুজ্জামান আমিরের বিরুদ্ধে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব মতিউল আলম ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা সংবাদ ছাপানো এবং জীবননাশের হুমকি প্রদানের অভিযোগ এনে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে মতিউল আলম অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবিতে দৈনিক খবরের আলো পত্রিকার আমিরুজ্জামান আমির তাকে এবং তার পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের কে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। তার প্রস্তাবিত কথা না শুনলে ইউপি সচিব ও তার পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে পত্রিকায় নিউজ করে চাকরি খাওয়ার হুমকি দিয়ে আসছিল। ইউপি সচিব ওই সাংবাদিকের প্রস্তাবিত কথা না শোনায় তার সম্পাদিত খবরের আলো পত্রিকায় আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা আজরা জাবীন, সচিব মতিউল আলম সহ পরিষদের কয়েকজনের বিরুদ্ধে একাধিকবার মিথ্যা সংবাদ পরিবেশন করে বলে অভিযোগ করেন জিডিতে। সংবাদ প্রকাশের পরেও ওই সম্পাদক একাধিকবার মতিউল আলমকে ফোন দেন। যার প্রমাণ সংরক্ষিত। তিনি অভিযোগ করে বলেন, সংবাদ পরিবেশনের পরে পুনরায় বারবার ফোন দেয়া এটা কিসের লক্ষণ? সর্বশেষ গত ৬/৯/২০২৫ তারিখ সকাল ১১ টার দিকে আমিরুজ্জামান আমির পুনরায় সচিব মতিউল আলমের হোয়াটসঅ্যাপে ফোন করে খারাপ আচরণ করেন। আমিরুজ্জামান আমিরের বিভিন্ন রকমের হয়রানি এবং হুমকি ধামকির কারণে বর্তমানে সচিব মতিউল আলম গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। যার প্রমাণ সংরক্ষিত। জিডিতে উল্লেখ করা হয় ওই সাংবাদিক আমিরুজ্জামান আমির ইউপি সচিব মতিউল আলমকে তার কথামতো কাজ না করলে প্রাণনাশের হুমকিও দেয়। মতিউল আলম ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে ৬/ ৯/২০২৫ তারিখে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-৬২৯। সংবাদ প্রকাশের পরে সচিব মতিউল আলমকে ফোন করে হয়রানি করা এবং বিভিন্ন ধরনের প্রস্তাব পেশ করা কিসের লক্ষণ সেটা সাংবাদিক মহলের কাছে পরিষ্কার। এমতবস্থায় ইউপি সচিব মতিউল আলম এবং তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেছেন। তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্ত কামনা করেছেন।