ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

আবারো দাম বেড়েছে সোনার

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  12:48 PM

news image

আবারও দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৮৬৬.৫২ টাকা বাড়ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনার (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম হবে ৭৪ হাজার ৯৯৯.৫২ টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির ৮ ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত মোতাবেক দেশের বাজারে সোনা ও রূপার দাম নির্ধারণ করা হয়েছে। বাজুস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৭৪ হাজার ৯৯৯.৫২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫. ২৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬১ হাজার ৮১৯.২০ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা ৫১ হাজার ২০৪.৯৬ টাকায় বিক্রি হবে। বুধবার দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৩ হাজার ১৩৩ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা ৫০ হাজার ৯১৩ টাকায় বিক্রি হয়েছে। সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাজুস। দেশে ক্যারেট ভেদে প্রতি ভরি রূপা সর্বনিম্ন ৯৩৩ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম