ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ২৬ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২২,  10:54 AM

news image

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সোমবার আফগানিস্তানের বাদঘিস প্রদেশে বাড়ির ছাদ ধসে পড়লে দু’জন নিহত হয়। প্রাদেশিক সরকারের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি এ তথ্য জানিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, অগভীর ওই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এই ভূমিকম্পে আরও অনেকে আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান।

ভূমিকম্পের তীব্রতার কারণে অনেক ঘরবাড়িও ধসে পড়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মোহাম্মদ সারওয়ারি জানান, বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও চার শিশুও রয়েছে। আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জনান সায়েক এ পর্যন্ত ২৬ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭০০-র বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  তিনি আরও বলেন, ভূমিকম্পে মুকর জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম