ঢাকা ২৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

আফগানদের হারিয়ে টানা তৃত্বীয় জয় তুলে নিল পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

৩০ অক্টোবর, ২০২১,  11:27 AM

news image

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পথে পাকিস্তান। তবে আফগানিস্তানের বোলিং তোপে মনে হচ্ছিল ম্যাচটি হারতে যাচ্ছে বাবর আজমের দল। কিন্তু ম্যাচের ১৯তম ওভারে ৪ ছক্কা মেরে ছয় বল বাকি থাকতে জয় নিশ্চিত করে আসিফ আলী। আফগানদের ছুঁড়ে দেয়া ১৪৮ রানের জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যখন ধুঁকতে শুরু করেছিল পাকিস্তান, তখনই মাঠে নামেন আসিফ আলি। ১৭তম ওভারে রশিদ খানের শেষ বলে বোল্ড হলেন বাবর আজম। এরপর আফগান পেসার নাভিন-উল হক ১৮তম ওভারে এসে মাত্র ২ রান দিলেন। সেই সঙ্গে পঞ্চম বলে তুলে নিলেন শোয়েব মালিকের গুরুত্বপূর্ণ উইকেটটি। পরের বলটিতে রান হলো না।  তখন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ছিল পিন পতন নীরবতা। হেরে যাওয়ার শঙ্কা নেমে আসে পাকিস্তান সমর্থকদের মাঝে। কেননা জেতার জন্য ১২ বলে ২৪ রান প্রয়োজন পাকিস্তানের। কিন্তু আফগান বোলাররা যেভাবে নিয়ন্ত্রিত বোলিং করছেন আর টাইট ফিল্ডিং করছেন, তখন রান বের করাটাই ছিল কঠিন। এরপর আসিফ আলী যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। ১৯তম ওভারে বল হাতে আসলেন করিম জানাত। শুরু হলো আসিফের ছক্কার বৃষ্টি। ওভারের প্রথম বলেই লং অফের ওপর দিয়ে বলকে পাঠিয়ে দিলেন গ্যালারিতে। দ্বিতীয় বল ডট। তৃতীয় বলটি মিড উইকেটের ওপর দিয়ে গ্যালারিতে পাঠালেন আসিফ। চতুর্থ বলটি ডট, রান হলো না। পঞ্চম বলে আবারও ছক্কা, লং অফের ওপর দিয়ে গ্যালারিতে। ওভারের শেষ বলটি আসিফ এক্সট্রা কভারের ওপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার ওপারে।  ফলে ওভারটিকে ৬-০-৬-০-৬-৬ অংকে দাঁড় করালেন হিটহিটার আসিফ আলী। তাতে ৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বীরের মতো মাঠ ছাড়ে পাকিস্তানের এই কান্ডারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম