ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

 ইজিবাইক চালক বাবু হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

#

২৫ নভেম্বর, ২০২১,  2:13 PM

news image

গোপালগঞ্জে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিচারিক আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। ইজিবাইক চালক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের খালিদ ফকির, রাজ্জাক মোল্লা, মো. বিপুল ফকির, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের মো. হাসান শেখ এবং নড়াইলের লোহাগাড়া উপজেলার চাচই গ্রামের মো. ফসিয়ার মোল্লা। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক। আদালতের এপিপি মো. শহিদুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলা সদরের কাঁচাবাজার এলাকা থেকে ইজিবাইক চালক জাহিদুলকে একদল লোক ভাড়া করে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ হন। একই বছরের ২ অক্টোবর কাশিয়ানীর গোপালপুর গ্রামের ভুলবাড়িয়া ব্রিজের কাছ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জাহিদুলের বাবা সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মো. নজরুল ইসলাম বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। পরে চার্জশিটে আরও ৩ জনের নাম অন্তর্ভুক্ত করে মোট পাঁচজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম