ঢাকা ০৩ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে ব্যবসায়ীদের উদ্যোগে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আজ মহান মে দিবস, শ্রমিকের অধিকার আদায়ের দিন নাগরিকদের বড় সুখবর দিল সরকার শিগগিরই শ্রম আইন সংশোধন করা হবে: জানালেন উপদেষ্টা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট দৌলতপুরে আকাশে উড়ছে পদ্মার পানি, ভিডিও ভাইরাল প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদন গরমে চুলের তেলতেলে ভাব দূর করার টোটকা হিন্দু-মুসলিম আমরা এক বৃন্তে দুটি ফুল : মির্জা ফখরুল ২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না : প্রধান উপদেষ্টা

"বি এফ সি লা-কর্ণভ ফুটবল ক্লাবের উদ্যোগে প্যারিসে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল "

#

১০ মার্চ, ২০২৫,  12:55 PM

news image

ইয়াছির আরাফাত খোকন:  বি এফ সি লা-কর্ণভ ফুটবল ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে প্যারিসে বাংলাদেশী কমিটির প্রাণ প্রিয় নেতৃবৃন্দ ও ক্রীড়াঙ্গনের সর্বস্তরের নেতৃবৃন্দ কে নিয়ে সফল ভাবে সমাপ্তি হলো আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ২০২৫  সাহেদ আহমদ এর পরিচালনায়  উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডাররিতে আজি ফ্রন্স (সাফ ) র' প্রেসিডেন্ট যুব কাউন্সিলর লেখক জনাব নয়ন এন কে।লা-কর্ণভ মেরির সম্মানিত মেয়র জনাব আবু বক্কর। প্রদান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বি এফ সি লা-কর্ণভ ক্লাবের প্রদান উপদেষ্টা ও আইসা প্রো এর সম্মানিত প্রেসিডেন্ট এবং ইউনিক মার্কেট এর কর্ণধার জনাব উবায়দুল্লাহ কয়েছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি ও মিনহা গ্রুপের চেয়ারম্যান জনাব হাসান আহমদ বিশেষ অতিথি  জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স এর সহ সভাপতি জনাব খলিলুর রহমান. জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স এর সহ সভাপতি ও সাবেক জাতীয় দলের খেলোয়াড় জনাব লুলু আহমদ।সাংবাদিক ইউনিয়ন ফ্রান্স এর প্রতিষ্ঠা সভাপতি প্রবীণ মুরব্বি সাংবাদিক মান্নান আজাদ. ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হক রুবেল. বিশিষ্ট লেখক ও কবি  লোকমান আপন. প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্স এর সভাপতি এনায়েত হোসেন সোহেল.  ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস. নবকষ্ঠ প্রত্রিকার সম্পাদক আবু তাহির. সময় টিভি ফ্রান্স এর বিশেষ প্রতিনিধি লুৎফুর রহমান বাবু. প্রতিদিন এর বাংলাদেশ প্রত্রিকার ফ্রান্স প্রতিনিধি সাবুল আহমদ. মন্ডিয়াল ট্রাভেলস এর প্রেসিডেন্ট ইব্রাহিম হাসান. ইউনিভার্সেল বাংলা নিউজ এর নির্বাহী সম্পাদক এবিটিভির বিশেষ প্রতিনিধি আবু তাহের রাজু. সলিডাররিতে আজি ফ্রন্স এর সাধারণ সম্পাদক মামুন হাসান. গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা এর সম্মানিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন. ফ্রান্স বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ মিয়া করিম. ইলেভেন ষ্টার ফুটবল ক্লাব এর সভাপতি আশুক আহমদ. বেঙ্গল ভয়েস এফ সি প্যারিস এর সভাপতি কামরুল ইসলাম এনাম  গোলাপগঞ্জ উপজেলা স্পোর্টিং ক্লাব এর সভাপতি ফখরুল ইসলাম। হবিগঞ্জ ফুটবল ক্লাব ফ্রান্স এর সহ সভাপতি জাকির হোসেন. যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিয়া. অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা আব্দুল কাদির. মোঃ হারুনূর রশীদ. জামাল আহমদ. আমিন আলী. আলিম উদ্দিন হক. হুমায়ুন রশীদ রেজা. আমাদুল হক. জুয়েল রানা. মোহাম্মদ আব্দুল্লা. আল আমিন আহমদ ফাহিম. আর এ রুহান . সামাদ আহমদ . পাবেল আহমদ . আমিনুল রহমান ইমন. মাসুদ জিয়াদ. জিয়াউর রহমান. শামীম মাহফুজ. আব্দুল কাদির. হানিফ আহমদ. আশরাফ রানা. সহ কমিউনিটির পরিচিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম