ঢাকা ২০ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
এ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ হাজি জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮ সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ পরমাণু ইস্যুতে ‘রেড লাইন’ স্পষ্ট করল ইরান সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করেছে বিএসএফ ৫ আগস্ট সরকারি ছুটির ঘোষণা আসছে ২৫৩ জনের গুমের অভিযোগের প্রমাণ পেয়েছে কমিশন প্রবাসীরা ফেরার সময় শুল্ক ছাড়াই আনতে পারবেন যে ১৯ পণ্য বাংলাদেশকে দুই প্রকল্পে ৬৪০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’

পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু, আহত ৯২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে, ২০২৫,  10:43 AM

news image

পাকিস্তানের পূর্ব-মধ্য পাঞ্জাব প্রদেশে শনিবার প্রবল ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯২ জন। এছাড়া ঝড়ে বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)-এর উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্য দ্য ডন জানিয়েছে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ বাড়িঘর ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থান করার ফলে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রচণ্ড বাতাসে একটি স্থানীয় কারখানার ছাদ ধসে পড়লে এক কর্মীর মৃত্যু হয় এবং আরও পাঁচজন গুরুতর আহত হন বলে জানিয়েছে রাষ্ট্র পরিচালিত পাকিস্তান টেলিভিশন। এছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। ঝড়ে আরও বেশ কয়েকটি কাঁচা ও জরাজীর্ণ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে শুক্রবার, পিডিএমএ পাঞ্জাবের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, ধুলোর ঝড় এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করেছিল। পিডিএমএ এক বিবৃতিতে জানিয়েছে, “বজ্রপাত থেকে বাঁচতে নিরাপদ স্থানে থাকুন। খোলা জায়গায় থাকবেন না। অপ্রয়োজনে বাইরে বের হবেন না এবং ধীরে গাড়ি চালান।”  সূত্র: আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম