ঢাকা ২০ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
এ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ হাজি জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮ সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ পরমাণু ইস্যুতে ‘রেড লাইন’ স্পষ্ট করল ইরান সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করেছে বিএসএফ ৫ আগস্ট সরকারি ছুটির ঘোষণা আসছে ২৫৩ জনের গুমের অভিযোগের প্রমাণ পেয়েছে কমিশন প্রবাসীরা ফেরার সময় শুল্ক ছাড়াই আনতে পারবেন যে ১৯ পণ্য বাংলাদেশকে দুই প্রকল্পে ৬৪০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’

আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব : বনি

#

বিনোদন ডেস্ক

০৪ নভেম্বর, ২০২৪,  10:54 AM

news image

ভাইফোঁটার সকালে প্রত্যেকেই উদযাপনের আমেজে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দেয় একটি খবর। গুঞ্জন রটল ছোট পর্দায় আসছেন বনি সেনগুপ্ত! শুধু তাই নয়, সিরিয়ালের জন্য নাকি শুটিং পর্যন্ত শুরু করে দিয়েছেন তিনি। সেখানে তার সহ-অভিনেতা সোমরাজ মাইতি। বছর শেষেও ভারতের টিভি চ্যানেলগুলোতে বড় চমক রয়েছে। একের পর এক নতুন ধারাবাহিকের লম্বা তালিকা। কোন চ্যানেলের কোন ধারাবাহিকে দেখা যাবে তাকে? এ বিষয়ে যোগাযোগ করে জানতে চেয়েছিল ভারতের শীর্ষস্থানীয় একটি অনলাইন গণমাধ্যম। এ প্রশ্ন শুনে যেন আকাশ থেকে পড়েন বনি সেনগুপ্ত!  সিরিয়ালে অভিনয়ের বিষয়ে তিনি বলেন, না না, আমার এত খারাপ অবস্থা হয়নি যে সিরিয়াল করব। এও জানিয়েছেন, পুরোটাই ভুয়া খবর। এ ধরনের খবরের যেকোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে আসন্ন কাজ সম্পর্কেও জানিয়েছেন তিনি। বনির কথায়, আমার হাতে একের পর এক সিনেমা রয়েছে। কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে আবার জুটি বেঁধে ফিরছি। সিনেমায় আমরা দু’জনেই পুলিশ অফিসার। অন্য একটি সিনেমায় সৌরভ দাস আর আমাকে প্রধান দুইটি চরিত্রে দেখা যাবে। সেই সিনেমায় আমি কলেজের অধ্যাপক। এত ব্যস্ততার মধ্যে কী করে ছোট পর্দার জন্য সময় বার করব? তার মতে, সিরিয়ালে অভিনয় করতে গেলে টানা সময় দিতে হয়। এই মুহূর্তে সেটি তিনি দিতে পারবেন না। হঠাৎ কেন সোমরাজের সঙ্গে তার নাম জুড়ল, সেটিও বুঝতে পারছেন না। আগামীতে ছোট পর্দায় অতিথি চরিত্রেও কি দেখা যেতে পারে তাকে? বনির মতে, আপাতত তেমন কোনো সম্ভাবনাই নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম